• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভিন্ন শর্টস পরে মাঠে জামাল ভুঁইয়া 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ০৮:০১ পিএম
ভিন্ন শর্টস পরে মাঠে জামাল ভুঁইয়া 

দক্ষিন এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেই জয় পেয়েছে বাংলাদেশ দল। অস্কার ব্রুজনের শিষ্যরা শ্রীলঙ্কাকে হারিয়েছে ১-০ গোলে। তবে ম্যাচ জিতে টুর্নামেন্টে শুভ সূচনা করলেও মাঠে অদ্ভুদ এক কান্ড ঘটিয়েছ𒐪ে বাংলাদেশ। অধিনায়ক জামাল ভূঁইয়ার জার্সি ও শর্টসের ভুল নাম্বারে হাসাহাসির রুল পড়ে গেছে চারদিকে। 

মালদ্বীপের মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ৬ নম্বর জার্সি পরে মাঠ♏ে নামতে দেখা যায় বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াকে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে, জার্সি নাম্বার ৬ হলেও তার শর্টস নাম্বার ছিল ৫! 

মুহূর্তেই সামাজিক য🎉োগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় হাস্যকর এ ছবিটি। ক্লাব ও জাতীয় দল দুই জায়গাতেই ৬ নম্বর জার্সি পরেন জামাল। তাহলে খেলার মাঠে তার শর্টস নাম্বার পরিবর্তন হল কিভাবে? 

অবশ্য ম্যাচ শু🍨রুর কয়েক মিনিট পরেই দ্রুত মাঠ ছাড়েন🧸 জামাল ভূঁইয়া। পরে অবশ্য শর্টস পরিবর্তন করেই মাঠে প্রবেশ করেন তিনি। কিন্তু ততক্ষণে যা হবার তা হয়ে গেছে! 

এমন অღদ্ভুদ কান্ডের জন্য বাংলাদেশ দলের ম্যানেজার সত্যজিৎ দাশ বলেন, "জামাল ভুল করে পাঁচ নাম্বার শর্টস পরে ফেলেছেন। ড্রেসিংরুমে ১ থেকে ২৩ নম্বর পর্যন্ত সব জার্সি-প্যান্ট পাশাপাশি থাকে। ৫ নম্বর জার্সিটি বরাদ্দ ছিল পাঁচ বছর পর জাতীয় দলে ফেরা ডিফেন্ডার রেজাউলের জন্য। জামাল হয়তো তাড়াহুড়ায় ভুল করে সতꦆীর্থের শর্টস পরে ফেলেছেন। পরে বিষয়টা চোখে পড়তেই জামালকে শর্টস পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়।" 

সোমꦜবার (৪ অক্টোবর) ভারতের বিপক্ষে মাঠে নামꦚবে বাংলাদেশ। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!